product has been added successfully
MENU

Shahajahan Shahim

Shahajahan Shahim

মাত্র ৪০০ টাকায় যে উদ্যোক্তা হওয়া যায় তা করে দেখিয়েছেন একজন গণমাধ্যমকর্মী শাহজাহান শাহীম। সাংবাদিকতা করতে গিয়ে শাহজাহান শাহীম দেখতে পান যে, বিভিন্ন কারণে কৃষকেরা তাঁদের পণ্যের যথাযথ দাম পাওয়া থেকে বঞ্চিত হন। কৃষকের এই দুর্দশার চিত্র শাহজাহান শাহীমকে বেশ ভাবিয়ে তুলে। তিনি সহ তাঁর ১২ জন বন্ধু মিলে কৃষিপণ্য সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে বাজারজাত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে কৃষক পাবে তাঁর ন্যায্য মূল্য আর ভোক্তারা পাবেন খাঁটি পণ্যের নিশ্চয়তা। সিদ্ধান্তক্রমে ২০০১ সালে মাত্র ৪০০ টাকা দিয়ে ১০ কেজি মুড়ি ক্রয় করার পর বাজারজাত করে যখন সফল হন, তখন আত্মবিশ্বাসী ১২ বন্ধু মিলে ৬ হাজার টাকা দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে অর্গানিক পণ্য এনে বাজারজাত করে হয়েছেন সফল। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি থানায় অর্গানিক পণ্যের বাজার প্রতিষ্ঠা করে উৎপাদনকারী ও ভোক্তাদের মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে চান এই সফল কৃষি উদ্যোক্তা।

  Filters