You have no items in your shopping cart.
রেহানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট'র সিরামিক (মৃত্শিল্প) বিভাগে পড়ার সময় একটি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। তাঁর হাতের কাজ দেখে প্রতিষ্ঠানের কর্ণধার তাঁকে মেলায় অংশগ্রহণ করার পরামর্শ দেন। উনার পরামর্শক্রমে ১৯৯৮ সালে অফিসার'স ক্লাবে অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করে ব্যাপক সাড়া পান রেহানা। এভাবেই শুরু উদ্যোক্তা রেহানা আক্তারের পথচলা। লেখাপড়া শেষে কারখানা ও শো-রুম প্রতিষ্ঠা করে পূর্ণোদ্যমে পণ্য তৈরী ও বিপণন শুরু করেন। এসএমই, বিসিক সহ বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে বেশ সুনাম অর্জন করেন তিনি, যা তাঁর কাজের গতিকে ত্বরান্বিত করেছে। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কিছু সম্মাননা; তন্মধ্যে ২০২০ সালে প্রাপ্ত জাতীয় সম্মাননা উল্লেখযোগ্য। ভবিষ্যতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দেশীয় পণ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই সফল উদ্যোক্তা।
Call the number for Price
09678-355555
Cart
You have no items in your shopping cart.
Account