product has been added successfully
MENU

Naima Islam

Naima Islam

নাঈমা ইসলাম ভালবাসতেন হস্তশিল্পের কাজ। মা'র কাছে থেকে তিনি এই কাজ শিখেছিলেন। ১৯৮৫ সালে ঢাকায় এসে চাকরি করার পাশাপাশি হস্তশিল্পের কাজটিও তিনি করতেন। মাত্র ১০ হাজার টাকা নিয়ে পণ্য তৈরী শুরু করেন নাঈমা। তৈরিকৃত পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে চাকরির পাশাপাশি তিনি তাঁর এই উদ্যোগ চালিয়ে গিয়েছেন। দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণও গ্রহণ করেন তিনি। দীর্ঘ ১২ বছর পর ১৯৯৭ সালে চাকরি হতে ইস্তফা দিয়ে তাঁর উদ্যোগটিকে বড় আকারে পরিচালনার করতে চান। সেই লক্ষ্যে শো-রুম ও কারখানা প্রতিষ্ঠাও করেন। এসএমই ফাউন্ডেশন সহ বিভিন্ন মেলায় অংশহগ্রহণ করে ব্যাপক সাড়া পান উদ্যোক্তা নাঈমা ইসলাম। কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু সম্মাননা পেয়েছেন তিনি। ভবিষ্যতে তিনি তাঁর এই উদ্যোগের সম্প্রসারণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান এই সফল উদ্যোক্তা।

  Filters