product has been added successfully
MENU

Ashrafuzzaman Fahad

Ashrafuzzaman Fahad

মো. আশরাফুজ্জামান ফাহাদ লেখাপড়া শেষে ২০২০ সালে চিন্তা করেন কম খরচে এবং পরিত্যক্ত জিনিস দিয়ে সৌন্দর্যপূর্ণ কারুকার্যপূর্ণ তৈজসপত্র তৈরি করার। ছোটবেলায় থেকেই তিনি হস্তশিল্পের কাজে আগ্রহী ছিলেন। তার সেই আগ্রহ ও চিন্তা থেকে সামান্য কিছু অর্থ দিয়ে পণ্য তৈরী করার পর বাজারজাত করে হয়েছেন সফল। বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে বেশ সুনামও কুড়িয়েছেন এই সফল উদ্যোক্তা।

  Filters